মির্জাগঞ্জ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালীর জেলার মির্জাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রির্টার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার ১৩ মে সোমবার জেলা প্রশাসকের দরবার হলে উক্ত মির্জাগঞ্জ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যন পদের ১৩ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন। এ সময় জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মির্জাগঞ্জ উপজেলায়-প্রতীক প্রাপ্ত প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী ( কাপ- পিরিচ), মোঃ আশ্রাফ আলী হাওলাদার ( আনারস) ও মোঃ জহিরুল ইসলাম (ঘোড়া)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহবুবা মোর্শেদ রানু ( প্রজাপতি), আয়শা সিদ্দিকা ( কলস) ও মোসাঃ হাচিনা বেগম (হাঁস) এবং ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ দুলাল (চশমা), মোঃ রিপন (টিয়া পাখি), মোঃ মোঃ সাইফু ইসলাম (উড়োজাহাজ), মো.নুরুজ্জামান (টিউবওয়েল), মোঃ ওমর ফারুক শাওন (মাইক), মোঃ রাসেল (তালা) ও মোঃ জহিরুল ইসলাম (বই)।
এ সকল প্রতিদ্বন্দী প্রার্থীরা প্রতীক পাওয়া মাত্রই লিফলেট হাতে নিয়ে ভোটের মাঠে ছুটে যান। বিকাল ৩ টায় প্রার্থীদের পক্ষে নামানো হয় প্রচার মাইক। উক্ত উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ১,১৩৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার- ৫৮০০৮ এবং মহিলা ভোটার- ৫৫৮৮৭ জন।
অন্যধারা/১৬/০৫/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here