মোহাম্মদপুরে দুর্ধর্ষ আসামি ফয়সাল জামিনে মুক্তি পেয়ে হয়ে উঠেছে বেপরোয়া

বিশেষ প্রতিবেদক:
সাংবাদিক শেখ মইনুল হাসান অত্যন্ত সুনামের সাথে গত এক যুগ যাবৎ যথাক্রমে এসএ টিভি, টিবিএন ২৪ নিউজ, গাজী টিভি এবং বর্তমানে একটি অনলাইন পত্রিকায় সিনিয়র ক্রাইম রিপোর্টার পদে কর্মরত আছেন। তিনি ঢাকার মোহাম্মাদপুরে কাজী নজরুল ইসলাম রোডের মোহাম্মাদপুর থানা চৌহদ্দিতে বাড়ি নং ৮/এ, ফ্ল্যাট নং- ১১ এ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ হতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে জন্মের পর হতে বসবাস করে আসছেন। সততা, সাহসিকতা, সদা নম্র, ভদ্র, সাংবাদিকের বেশ সুনাম এবং পরিচিতি রয়েছে দেশে ও দেশের বাহিরে। সত্য ও ন্যায় উদঘাটনের কারণে নিজ বাসায় তার উপর গত ০৯/ ০৯ / ২০২৩ ইং তারিখে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে হামলা করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে মোহাম্মদপুর থানা কর্তৃপক্ষ আশেপাশের মানুষের সহায়তায় তাকে সহ তার একমাত্র বোনকে উদ্ধার করে সরকারী সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা সেবার জন্য পাঠান। চিকিৎসা শেষে সাংবাদিক শেখ মইনুল হাসান (রুবেল) ডিএমপি মোহাম্মাদপুর থানায় ৬ জনকে আসামী করে মামলা ৫০ (৯) ২৩ ইং দায়ের করেন। যাহার জি আর নাম্বার ১৩৮২ ধারা ১৪৩/ ৩১৩/৩০৭/৩২৬/৪১৭/৩৭৯/৭০৬ পেনাল কোড ১৮৬০। জানা যায়, দুর্বৃত্তরা বেআইনিভাবে জনসম্মুখে মারপিট করে জখম, হত্যার উদ্দেশ্য ধারালো বটি দিয়ে মাথায় আঘাত করে। বাসায় এমনকি চুরিও করে। ঘটনাস্থল ছিল- ডিএমপি মোহাম্মাদপুর থানাধীন কাজী নজরুল ইসলাম রোড বাড়ি নং ৮/এ, ফ্ল্যাট নং- ১১ এর ভিতর যা থানা হইতে দুরুত্ব আনুমানিক ০.৫ কি.মি. উত্তর দিকে।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মাদপুর থানা পুলিশ দুর্ধর্ষ আসামী ১ নং মোহাইমিনুল হাসান জুয়েল ও ২ নং ফয়সালকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়। এদিকে আসামি ফয়সাল জামিনে মুক্তি পেয়ে হয়ে উঠেছে বেপরোয়া। ক্ষুব্ধ হয়ে বাদী সংবাদিক শেখ মইনুল হাসানকে বিভিন্নভাবে নাজেহাল, মিথ্যা মামলা, হত্যার হুমকি-ধামকি দিচ্ছে। এ বিষয়ে মোহাম্মাদপুর থানায় সংবাদিক শেখ মইনুল হাসান জিডি করেছেন। ঘটনাটির ব্যাপারে উক্ত এলাকার স্থানীয় বাসিন্দারা বেশির ভাগই অবগত আছেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here