যশোর জেলা ডিবি কর্তৃক ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ২

- Advertisement -
- Advertisement -

অন্যধারা প্রতিবেদকঃ

যশোর জেলা ডিবি’র একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সহ আইনশৃঙ্খলা রক্ষা ডিউটি করা কালে গতকাল রাত্র ৭.১০ ঘটিকার সময় যশোর বেনাপোল এর দুর্গাপুর নামক স্থানে জাহাঙ্গির হোসেন, পিতা-সিরাজুল মাস্টার এর বসত বাড়ির পূর্ব পার্শ্বে রাস্তার উপর হইতে সন্দেহ জনক ভাবে দুই জনকে আটক পূর্বক তল্লাশিকালে তাদের নিকট হইতে একটি ব্যাগে রক্ষিত এক পোটলা গাজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাজার ওজন ১ কেজি ৫০০ গ্রাম ও মূল্য আনুামানিক ৬০ হাজার টাকা। আটককৃত মাদককারবারীরা হলো, মোঃ আশরাফুল হোসেন (২২), পিতা-আব্দুল ওহাব, মাতা- জোহরা বেগম, ও মোঃ শোয়াইব হোসেন (২১), পিতা-বকুল হোসেন, মাতা-ঝর্না খাতুন, উভয় সাং-৩ নং ঘিবা, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোর। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেন। আসামি বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

দৈনিক অন্যধারা- 21-10-2024

- Advertisement -

আরো পড়ুুর