লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ মারজিয়া না ফেরার দেশে মৃতের সংখ্যা ৪০

0
318

অন্যধারা ডেস্ক:

ঝালকাঠির সুগন্ধা নদীতে চলন্ত লঞ্চে আগুন লাগার ঘটনায় মারজিয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়,মারজিয়া আগুনে দগ্ধ হয়েছিল। দগ্ধ মারজিয়াকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে ভর্তি করা হলে একই দিন দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাড়িয়েছে ৪০ জনে ।

হাসপাতালের সেবাকর্মী সেলিনা আক্তার জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি থাকা লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ মারজিয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার শরীরের ৭০ ভাগ পোড়া ছিল।

দগ্ধদের যাত্রীদের মধ্যে ৭২ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অন্যান্য হাসপাতালে নেওয়া হয়।

জানা যায়, লঞ্চটিতে হাজারখানেক যাত্রী ছিলেন। এ সময় অনেকে আগুনে দগ্ধ হোন এবং জীবন বাচাঁতে অনেকে নদীতে ঝঁপ দেন।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here