শরণখোলায় ফুলমিয়া হাওলাদারের বসতঘর পুড়ে ছাই

- Advertisement -
মোঃ বেল্লাল হোসেন 
বাগেরহাটের শরণখোলায় ফুলমিয়া হাওলাদার নামে এক ব্যবসায়ীর বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা  চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। আগুনে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কাঁচামাল ব্যবসায়ী। ক্ষতিগ্রস্ত ফুলমিয়া হাওলাদার ও তার স্ত্রী মর্জিনা বেগমের অভিযোগ, তাদের ঘরে আগুন লাগার ঘটনা স্বাভাবিক নয়। রাত ৮টার দিকে তার জামাই মিরাজ তালুকদার ঘরে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে চেষ্টা চালিয়েও ঘরটি রক্ষা করতে পারেনি। আগুনে বসতঘর, মালামালসহ ছয় লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শেখ ফিরোজ আলী জানান, আগুনে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।অভিযুক্ত মিরাজ তালুকদার জানান, তার স্ত্রী নূপুর আক্তারের সঙ্গে পারিবারিক বিরোধ চলছে। এ কারণে ক্ষিপ্ত হয়ে শ্বশুর-শাশুড়ি তার নামে মিথ্যা অভিযোগ করছেন।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার বলেন, আমি ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রথমে ফুলমিয়া হাওলাদার কাউকে আগুন লাগাতে দেখেননি বলে জানালেও পরে তার জামাইয়ের কথা বলছেন। বিষয়টি তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না।
দৈনিক অন্যধারা // এইচ
- Advertisement -

আরো পড়ুুর