শহীদি মার্চে অংশ নিতে একে একে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

অন্যধারা প্রতিবেদক:

স্বৈরাচার পতনের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে অংশ নিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিকেল ৩টায় রাজু ভাস্কর্য থেকে মার্চ শুরু হবে।

রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শহীদি মার্চ শুরু হয়ে নীলক্ষেত-নিউমার্কেট-কলাবাগান-মিরপুর সড়ক হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

অন্যধারা/০৫ সেপ্টেম্বর ২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here