শিক্ষার্থীদের সমাবেশে কানায় কানায় পরিপূর্ণ শহিদ মিনার এলাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ। ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে শহিদ মিনার এলাকা।

শনিবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সেখানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ জড়ো হতে শুরু করেন। ৩টার দিকে কয়েক হাজার সাধারণ মানুষ সেখানে জড়ো হন।

তবে এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। প্ল্যাকার্ড হাতে করতালির মধ্য দিয়ে তারা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ কর্মসূচিতে বেশ কয়েকজন রিকশাচালককেও স্লোগান দিতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত একটি কলেজের শিক্ষার্থী সংবাদমাধ্যমকে বলেন, “আমরা সরকারের পদত্যাগ দাবি করছি। কারণ এই সরকারের অধীনে আমাদের ভাইয়ের খুনিদের বিচার আমরা পাব না। সরকারের পদত্যাগ ছাড়া এসব খুনের বিচার হবে না।”

০৩/০৮/২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here