শেরপুরের নকলা প্রেস ক্লাবে’র আলোচনা সভা অনুষ্ঠিত

আসাূুজ্জামান সৌরভ, শেরপুর 

শেরপুর জেলার ঐতিহ্যবাহী “নকলা প্রেস ক্লাব”-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) এশা নামাজের পরে (৯ টায়) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রেস ক্লাবের অফিস কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। ক্লাবটির সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে ও সদস্য রাইসুল ইসলাম রিফাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) আব্দুল্লাহ আল-আমিন, সদস্য মোশাররফ হোসেন শ্যামল ও সিমানুর রহমান সুখন প্রমুখ। সভাপতি মো. মোশারফ হোসাইন তাঁর স্বাগত বক্তব্যে বলেন, আমি পবিত্র হজ্জ ব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকা অবস্থায় প্রেস ক্লাবটির গঠনতন্ত্র মোতাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাবের সুনাম অক্ষুন্ন রাখতে প্রতি সপ্তাহে অন্তত ৩ (তিন) দিন প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করায় ভারপ্রাপ্ত সভাপতিসহ প্রতিটি আলোচনা সভায় অংশগ্রহনকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বিশেষ করে ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টুর উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে সুনামের সহিত পালন করায় তথা ক্লাবের সুনাম অক্ষুন্ন রেখে সকল কার্যক্রম পরিচালনা করায় এবং প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সদা তৎপর থাকায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হজ্জ ফেরত সভাপতি মো. মোশারফ হোসাইন। সভাপতির স্বাগত বক্তব্য শেষে আলোচনার মূলপর্ব শুরু হয়। আলোচনান্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রতি মাসের প্রথম শুক্রবার রাত এশা নামাজের পর (ঘড়িতে সময় ঠিক ৯টা)) মাসিক মিটিং শুরু করা। গঠনতন্ত্র মোতাবেক মাসিক ও বার্ষিক চাঁদা নিয়মিত করন। এছাড়া সোনালী ব্যাংক নকলা শাখায় “নকলা প্রেস ক্লাব” এর নামে দ্রুত সময়ের মধ্যে একটি সঞ্চয়ী হিসাব খোলার সিদ্ধান্ত হয়। হিসাবটি ক্লাবের সাধারণ সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক ও তথ্য-গবেষণা সম্পাদক এই ৩ (তিন) জনের যৌথ স্বাক্ষরে খোলা হবে, তবে এদের মধ্যে যেকোন ২ (দুই) জনের স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা উত্তোলণ করা যাবে মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। বিশষ করে উপযুক্ত ও যৌক্তিক কারন ছাড়া ক্লাবের যেকোন নেতা বা সদস্য পর পর ৩ (তিন) টি মাসিক মিটিং-এ অনুপস্থিত থাকলে, পর পর ৩ (তিন) মাসের মাসিক চাঁদা দিতে ব্যর্থ হলে, পর পর ২ (দুই) টি জাতীয় কোন অনুষ্ঠানে উপস্থিত থাকতে ব্যর্থ হলে নকলা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ওই সাংবাদিক নেতা বা সদস্যের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হবে মর্মে আবারও জানান দেওয়া হয়। এছাড়া নকলা প্রেস ক্লাবের নামে উপজেলায় যেন একাধিক সংগঠন পরিচালিত হতে নাপারে তথা যেকেউ যেন ঐতিহ্যবাহী “নকলা প্রেস ক্লাব”এর নামে পদ পদবী ভাঙ্গিয়ে কোন প্রকার বিশৃঙ্খলা বা জনমনে ও সরকারি বা বেসরকারি কোন দপ্তরে বিভ্রতকর পরিবেশের সৃস্টি করতে না পারে সেদিকে প্রেস ক্লাবের সকলকে আরও সুচ্চার হতে সকলকে অনুরোধ জানানো হয়। এর ব্যত্যয় ঘটলে প্রয়োজনে গঠনতন্ত্র মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সকলকে আরও তৎপর হতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় প্রেস ক্লাবের অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক অন্যধারা/ এইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here