‘সম্পর্ক’ বেপারে ঈদের পর জানাবেন রাফী-তমা

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

ঢালিউডের এই সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। অন্যদিকে অভিনয়ে দ্যুতি ছড়িয়ে নিজের পরিচিতি বিস্তৃত করে চলেছেন তমা মির্জা। কাজের বাইরেও এই দুজনকে নিয়ে আলোচনা-চর্চা হয়। কারণ তারা সম্পর্কে যুক্ত আছেন; যেটাকে সহজ ভাষায় প্রেম বলে।

যদিও রাফী বা তমা কেউই প্রেমের বিষয়টি সরাসরি স্বীকার করেন না। সম্পর্কে স্রেফ ‘বন্ধুত্ব’ দাবি করেন।

তবে তাদের ঘনিষ্ঠতা, চলাফেরা কিংবা সোশ্যাল কর্মকাণ্ডে প্রেমের বিষয়টি বারবার স্পষ্ট হয়ে ওঠে।
বন্ধুত্ব-প্রেমে তো অনেক দিন ধরেই আছেন; কিন্তু এর পরের ধাপে কবে পা রাখবেন? অর্থাৎ বিয়ের খবর বা চলমান ‘সম্পর্ক’ সম্পর্কে তারা কবে জানাবেন? এমন প্রশ্ন শুনে রাফী-তমা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। রহস্যের আদলে এড়িয়ে যেতে চাইলেন প্রসঙ্গটা।

তবু রাফী বললেন, ‘একটা কথা বলে অনেকে, ঈদের পর আন্দোলনে যাবো! তো আমরাও ঈদের পর জানাবো।’

রাফীর হাতে তমা

একসঙ্গে পথ চলতে একে-অপরের সম্পর্কে ভালো-মন্দ অনেক কিছুই জেনেছেন। সেক্ষেত্রে তমা মির্জার কোন দিকটি মন্দ মনে হয়েছে রাফীর? জবাবে এই নির্মাতা বলেন, ‘ওর রাগ বেশি। রাগলে অনেক চিৎকার করে। আর ইংরেজিতে কথা বলে অনেক।’

অন্যদিকে তমা মির্জাও জানান রায়হান রাফীর ভালো-মন্দ দিক।

বাংলা ট্রিবিউনের নিয়মিত সেলিব্রেটি শো ‘মামানামা-আউট অব দ্য বক্স’-এ অতিথি হয়ে এসে পেশা ও ব্যক্তিগত জীবনের এমন বহু প্রসঙ্গে কথা বলেছেন রায়হান রাফী ও তমা মির্জা। তাদের মুখোমুখি হয়েছেন সাংবাদিক মাহমুদ মানজুর। অনুষ্ঠান প্রযোজনা করেছেন জনি হক।

বলা দরকার, রাফী-তমা জুটির প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে এই কোরবানির ঈদে। সিনেমাটি নির্মাণের অভিজ্ঞতাও শেয়ার করেছেন বিশেষ এই অনুষ্ঠানে অংশ নিয়ে।

ডি.ও // র হ খ

- Advertisement -

আরো পড়ুুর