সিআরবি বাঁচাও আন্দোলনে জিতবে কারা ?

 

 

 

সিআরবি রক্ষায় রং তুলিতে হোক প্রতিবাদ
——————————————————————————————————

প্রতিনিধি, চট্টগ্রাম:
প্রয়োজনে সিআরবিতে রক্তের বন্যা বইবে, তবু সিআরবিকে কোন বেনিয়া গোষ্ঠীর হাতে তুলে দেবো না। চট্টগ্রামের মানুষকে রক্তচক্ষু দেখিয়ে লাভ হবে না। বৃটিশ আমল থেকে চট্টগ্রামবাসী রক্তচক্ষুকে উপেক্ষা করেই রাজপথে নেমেছে, আন্দোলন করেছে, বিজয় ছিনিয়ে এনেছে। সিআরবি বাঁচাও আন্দোলনেও জিতবে চট্টগ্রামের মানুষ। কারণ সিআরবি চট্টগ্রামবাসীর ফুসফুস। এ ফুসফুসকে ধ্বংস করে হাসপাতাল নির্মাণ করতে দেবো না আমরা। এ দাবি আদায়ে আমরা বদ্ধ পরিকর। এ লক্ষ্যে আমরা অবিচল। আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণ যখন জেগে উঠে , তখন সকল প্রতিরোধ বালির বাঁধের মতো ভেসে যায়। একই ভাবে সিআরবি রক্ষার আন্দোলনে জনতার জোয়ারের কাছে হাসপাতাল নির্মাণের নামে পুরো সিআরবিকে গ্রাস করতে ষড়যন্ত্রকারী চক্রের পতন এ চট্টগ্রামের মাটিতেই হবে।
নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক অবস্থান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। নাগরিক সমাজ, চট্টগ্রামের কো চেয়ারম্যান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম, চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. সরফরাজ খান বাবুল।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন চবি অধ্যাপক কবি হোসাইন কবির, সাংবাদিক মহসীন কাজী, মুক্তিযোদ্ধা পরিবারের সভাপতি জসিমউদ্দিন চৌধুরী, নাগরিক সমাজ, চট্টগ্রামের যুগ্ম সচিব সংস্কৃতি কর্মী স্বপন মজুমদার, সাংবাদিক ঋত্বিক নয়ন, যুবলীগ নেতা জয় শংকর সরকার, নারী নেত্রী হাসিনা আক্তার টুনু, মো. আবছার চৌধুরী, প্রভাষক মিনু মিত্র, অ্যাডভোকেট রাশেদুল আলম রাশেদ, মোর্শেদুল আলম চৌধুরী, মোহাম্মদ শওকত, মায়মুন উদ্দীন মামুন, জাহেদ অভি, বশিরউল্লাহ লিটন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নারায়ণ চন্দ্র দাশ প্রমুখ।
‘সিআরবি রক্ষায় রং তুলিতে হোক প্রতিবাদ’ স্লোগানকে সামনে রেখে রং তুলিতে প্রতিবাদ জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন ঐকতান।
২১ আগস্ট বিকালে সিআরবি সাত রাস্তার মোড়ে ঐকতান এর উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের ছবি আঁকার কর্মসূচি। ঐকতান সিআরবি রক্ষার আন্দোলনের সাথে সংহতি জানাতে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক জাহেদ আলী চৌধুরী যুবরাজ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ভবিষ্যত নাগরিক শিশু কিশোররা রং তুলিতে আজ ফুটিয়ে তুলছে সিআরবির প্রতি ভালোবাসা, সিআরবি রক্ষার আকুতি, সিআরবি ধ্বংসের চক্রান্তকারীদের প্রতি ঘৃণা। এ শিশু কিশোররা থাকতে কোন অপশক্তির সাধ্য নেই সিআরবিকে মানুষ থেকে কেড়ে নেওয়ার।’
কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন চিত্রশিল্পী গৌতম পাল, চবি চারুকলার শিক্ষক জিহান করিম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রানী ভট্টাচার্য্য সোমা। পরিচালনায় ছিলেন ঐকতান সংগঠক দীপা মজুমদার। শিশু কিশোররা রং তুলিতে সিআরবির নৈসর্গিক সৌন্দর্য্য, বৃক্ষরাজি, হাসপাতাল নির্মাণকারীদের বর্জন, সিআরবি রক্ষার মিছিলসহ তাদের প্রাণের আকুতি রং তুলিতে তুলে ধরে।

আলোকিত প্রতিদিন/ ২৩ আগস্ট,২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here