সিরাজগঞ্জে ইউএনওর গাড়ি ভাঙচুর, এসিল্যান্ড আহত

অন্যধারা ডেস্ক

হামলা চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় এসিল্যান্ড লিয়াকত সালমান আহত হয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (২১ আগস্ট) সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া হলদিঘর এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে ইউএনও তরিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জে ইউএনওর গাড়ি ভাঙচুর, এসিল্যান্ড আহত

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাসুদ রানা বলেন, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) লিয়াকত সালমানের আঘাত বেশ গুরুতর ছিল। যার কারণে তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে বলে তিনি জানান। যেহেতু তিনি মাথায় আঘাত পেয়েছেন তাই তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহজাদুপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে বাধা দেওয়া গ্রামবাসীর প্রথম সারিতে নারী ও শিশুরা থাকায় কোনো প্রকার অ্যাকশনে যায়নি পুলিশ।

দৈনিক অন্যধারা/ এইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here