সেঞ্চুরি হাঁকিয়ে ৬ হাজারি ক্লাবে বিজয়

স্পোর্টস ডেস্ক :

সাব্বির হোসেনকে ডিপ মিড উইকেটে দারুণ ছয়। এক লাফে আবাহনী লিমিটেডের এনামুল হক বিজয় ৯৯ থেকে চলে গেলেন ১০৫ রানে। গত আসরে রেকর্ড রান করা বিজয় এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিরডিসিএল) প্রথম ম্যাচেই পেলেন সেঞ্চুরির দেখা। বিজয় সেঞ্চুরি পেলেও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আজ (১৬ মার্চ, বৃহস্পতিবার) আক্ষেপে পুড়েছেন নাঈম শেখ। ১৫ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডয়ামে বিজয়ের সেঞ্চুরি ও নাঈম-আফিফের হাফ সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩২৬ রান করে আবাহনী। ১১৮ বলে সর্বোচ্চ ১১৩ রান করেন বিজয়। ৬টি করে চার-ছয়ে ইনিংসটি সাজিয়েছেন এই ডানহাতি ওপেনার ব্যাটসম্যান। লিস্ট এ ক্রিকেটে বিজয়ের এটি ষোলোতম শতক। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ছন্দে থাকে আবাহনী। বিজয়-নাঈমের জুটি থেকে আসে ১৫৭ রান। ৭৪ বলে ৮৫ রান করে নাঈম আউট হলে ভাঙে জুটি। নাঈমের ইনিংসে চারের মার ছিল ১২টি আর ছয়ের মার ১টি। হাফ সেঞ্চুরির দেখা পান আফিফও। ৪৭ বলে তিনি ৬৫ রান করেন। শেষ দিকে  মোসাদ্দেক হোসেন সৈকত-জাকের আলী অনিকের ঝড়ে রান তিনশর ঘর ছড়িয়ে যায়। মোসাদ্দেক ২৭ বলে ৪৬ রান করে ফিরলেও অনিক মাত্র ১১ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সাব্বির হোসেন।

দৈনিক অন্যধারা / ১৬-০৩-২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here