স্বামী খাবারের সামনে চুল ঝাড়তে নিষেধ করায় স্ত্রীর নদীতে ঝাঁপ

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক

খুলনায় খাবার সময় স্বামী চুল ঝাড়তে নিষেধ করায় রূপসা সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন মিম আকতার (১৯) নামের এক গৃহবধূ। সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তিনি রূপসা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন বলে জানান তারা। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরের পরও তাঁকে খুজে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, মিমকে নদী তীরবর্তী এলাকায় খোঁজ করা হচ্ছে। নিখোঁজ মিম খুলনা মহানগরীর লবণচরা মোল্লাপাড়া এলাকার ড্রাইভার গলির বাসিন্দা আকবর ফকিরের স্ত্রী।

পুলিশ জানায়, লবণচরা মোল্লাপাড়া এলাকার ড্রাইভার গলির বাসিন্দা জালাল ফকিরের মেয়ে মিম প্রেম করে বিয়ে করেন আকবরকে। সোমবার রাতে স্বামী আকবর খাওয়ার সময় মিম মাথার চুল ঝাড়ছিলেন। তখন চুল ঝাড়তে নিষেধ করায় ঘর থেকে বেরিয়ে যান মিম। পরে এলাকার অনেকেই তাকে রূপসা সেতু থেকে লাফিয়ে পড়তে দেখেন।

স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে কোস্টগার্ড, নৌপুলিশ, ডুবুরি দল ও পুলিশ ট্রলারযোগে বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। কিন্তু মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -

আরো পড়ুুর