১৩ মিনিটে ৩ গোল, বিশ্বকাপে নাম লেখালো আর্জেন্টিনা

অন্যধারা ডেস্ক:

কোপা আমেরিকায় সেমিফাইনালে হেরে আর্জেন্টিনা নারী ফুটবল দলের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়েছিল আগেই। তবে আগামী বছরের বিশ্বকাপ খেলার আশা জিইয়ে ছিল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লা আলবিসেলেস্তেরা সেই লক্ষ্যপূরণ করলো প্যারাগুয়েকে হারিয়ে।

শনিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় ভোরে হওয়া কলম্বিয়ার সেন্টেনারিও স্টেডিয়ামে ম্যাচটিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ১৩ মিনিটের ব্যবধানে ৩টি গোল করে তৃতীয় হওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা মূলত চারটি গোলই করেছে পুরো ম্যাচে। প্রথমার্ধে ৩৯ মিনিটের সময় মিডফিল্ডার রোমিনা নুনেজ নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার কারণে একের পর এক আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা।

তারা সেই আত্মঘাতী গোল শোধ করতে পারেনি ম্যাচের ৭৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও। পরে ৭৮ থেকে ৯১ মিনিট পর্যন্ত ১৩ মিনিটের ঝড়ে জার্মান পোর্তানোভার শিষ্যরা ৩টি গোল পেয়ে যায়। এই গোলের কারণেই কোপায় তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা।

সমতায় আসার জন্য গোলটি করেন ফরোয়ার্ড ইয়ামিলা রদ্রিগেজ। ৯০ মিনিট শেষ হওয়ার মুখে ফ্লোরেন্সিয়া বুন্সেগুন্দোর গোলে এগোয় তারা। ১ মিনিট পর আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত হয় ইয়ামিলার দ্বিতীয় গোলে।

এবারের কোপা আমেরিকার সেরা ৩ দলই আগামী বছরে নারী ফুটবল বিশ্বকাপে খেলার সরাসরি সুযোগ পাবে। ব্রাজিল ও কলম্বিয়া ফাইনালে ওঠার মাধ্যমে আগেই সেটি নিশ্চিত করেছে। রোববার (৩১ জুলাই) ভোরে এ দুই দল মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে।

দৈনিক অন্যধারা/৩০ জুলাই ২০২২/জ কা তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here