৩ দিন পর পাওয়া গেল ঢাবি শিক্ষকের লাশ

অন্যধারা ডেস্ক:

টানা তিন দিন ধরে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক সাইদা খালেকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশেমপুর থানার পানিশাইল এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাউজিং প্রকল্প থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।
তিনি বলেন, অধ্যাপক সাইদা খালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। গাজীপুরের কাশেমপুরে তিনি বাসা ভাড়া করে থাকতেন। সম্প্রতি নতুন বাসা নির্মাণ করছিলেন। এই বাসা নির্মাণের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। পরে গাইবান্ধা থেকে আটক নির্মাণশ্রমিকের তথ্য অনুযায়ী পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

কাশেমপুর থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এ খোদা বাংলানিউজকে বলেন, নির্মাণশ্রমিক আনোয়ারুল ইসলামকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞেসাবাদের পর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দৈনিক অন্যধারা//আর কে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here