গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে বিএনপি : কাদের

অন্যধারা ডেস্ক: গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করছে বলে মন্তব্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন,বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়াচ্ছে। আজ রোববার নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

কাদের বলেন,অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে বিএনপি। কর্মীদের রোষানল থেকে বাঁচতে তাদেরকে  নির্বাচনে আসতেই হবে।

বিএনপির রাজনীতি বর্ণচোরা রাজনীতি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ইউপি নির্বাচনে বিএনপি পরিচয় গোপন করে অংশ নিচ্ছে। এটা তাদের বর্ণচোরা রাজনীতি। বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করে না, আর যা গোপনে করে তা প্রকাশ্যে বলে না ।

 

সাপ্তাহিক অন্যধারা // আতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here