পাতাদের বুকের ছায়ায় । মুহম্মদ নূরুল হুদা

- Advertisement -
- Advertisement -

পাতাদের বুকের ছায়ায়

মুহম্মদ নূরুল হুদা

পাতার বুকে ঝুঁকে থাকে পাতা।
পাতার বুকে সুখ-দুঃখ পাতা।
পাতারা বুকে বুকে কথা বলে ।
পাতারা চোখে চোখে কথা বলে।
চৈতি রাতে শিশিরে ভিজে যায় পাতা।
পাতার বুকে শিশিরের অশ্রুজলে
তোমার আমার আসন পাতা।

2
শেষ রাতে আমাদের ঘুম ভেঙে যায় ।
শেষ রাতে পাতাদের বুক ভেঙে যায় ।
পাতাগুলো কেঁদে ওঠে, হুহু করে কাঁদে।
আমরাও ধরা পড়ি বেদনার ফাঁদে।
বেদনা হে, আমাকে বেঁধো না।
নীলিমার নীল রঙে নিজেকে এঁকো না।

3
সকালের সোনা রোদে শিশিরেরা উড়ে চলে যায় ।
বেদনারা ঘুরে ঘুরে ফিরে যায় দূর নীলিমায়।
পাতারা আবার জাগে। পাতারা আবার হাসে।
আমরা ঘুমিয়ে পড়ি পাতাদের বুকের ছায়ায়।

- Advertisement -

আরো পড়ুুর