অনলাইন ডেস্ক
রংপুরের মতো বরিশালেও বিভাগীয় গণসমাবেশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক না পাওয়ার অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা। সেই সঙ্গে ইন্টারনেটের গতিও কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
ঝালকাঠির নলছিটি উপজেলা যুবদলের সদস্য জিয়াউল কবির মিঠু বলেন, ‘আমরা যেন সমাবেশে যোগাযোগ করতে না পারি, বিচ্ছিন্ন হয়ে পড়ি তাই মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই আমাদের দমানো যাবে না। আমরা সমাবেশ সফল করবই ইনশাল্লাহ।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুরের পর আজ শনিবার বরিশালে বিভাগীয় গণসমাবেশ ডাক দিয়েছে বিএনপি।

এরপর সমাবেশের আগের দিন থেকে দুদিনের জন্য বরিশাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় জেলা বাস মালিক গ্রুপ। ধর্মঘট ডাকা হয় থ্রি হুইলার যান চলাচল ও লঞ্চেও। এরপর বিকল্প বিভিন্ন উপায়ে নেতাকর্মীরা জড়ো হন বরিশাল সমাবেশে।