বিনোদন ডেস্ক:
দুই বাবার সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তের মেয়ে মাসাবা গুপ্ত। সঙ্গে বলে দিলেন, তিনি সৌভাগ্যবতী। রোববার ‘বাবা দিবস’ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজেদের বাবার সঙ্গে ছবি পোস্ট করেছেন। কিন্তু এতো পোস্টের মধ্যে আলাদা মাসাবা। এক জন নয়, দুজন বাবার মাঝে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি।
ছবিতে ডান দিকে দাঁড়িয়ে রয়েছেন তার জন্মদাতা বাবা ভিভিয়ান রিচার্ড। বাঁ দিকে বিবেক মেহরা, নীনার স্বামী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মাসাবার দ্বিতীয় বিয়ে উপলক্ষে মাস কয়েক আগে দেশে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান। বিয়ের আসরেই দুই বাবাকে নিয়ে ছবিটি তুলেছিলেন মাসাবা। দুই বাবার চোখেই মেয়ের জন্য স্নেহ আর ভালোবাসা। মাসাবার চোখেও আনন্দের আভাস।
বিশেষ দিনে পোস্ট করা বিশেষ ছবির ক্যাপশনও নজরকাড়া। মাসাবা লিখেছেন, ‘নিশ্চয়ই কোনো পুণ্য করেছি, তাই এই সৌভাগ্য হয়েছে।
সময়ের সঙ্গে সম্পর্কের নানা সমীকরণের কথা এখন বেশি প্রকাশ্যে আসে। মাসাবার ছবি তেমনই কথা বলছে। বলিপাড়ার খবর, ভিভিয়ানের সঙ্গে নীনার বিয়ে না হলেও মেয়ের থেকে ভিভিয়ানকে কখনওই দূরে রাখেননি নীনা। ছুটি পেলেই মাসাবা বাবার সঙ্গে দেখা করতে বিদেশে চলে যেতেন। এভাবেই বাবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে মাসাবার।
বিবেক নীনার স্বামী। মায়ের বিয়ের সময়ে মাসাবা ছিলেন নীনার পাশে। বিবেকের সঙ্গেও মাসাবার সম্পর্ক বেশ ভালো। সম্পর্কের সমীকরণ জটিল বলে মনে হলেও, মাসাবা কিন্তু সুন্দর করে সামলে রেখেছেন।
সম্পর্কের টানাপড়েনের কথা চারদিকেই ঘুরপাক খায়। বিয়েবিচ্ছেদ হওয়ার পর ফের বিয়ে করার আগে সন্তানের চিন্তা মাথায় ঘোরে বাবা-মায়ের। অনেকে সন্তানের কথা ভেবে নতুন জীবন শুরু করতে ভয় পান। পিছিয়ে আসেন। মাসাবার ছবি দেখাচ্ছে, ভালোবাসা থাকলে সবই সম্ভব। ভিভিয়ান ও বিবেক, দুজনেই যে তার কাছের মানুষ হয়ে উঠেছেন সময়ের সঙ্গে, তা এই ছবিই বলে দিচ্ছে।
ডি.ও // র হ খ