মন হারিয়ে যায় । জগলুল হায়দার

- Advertisement -
- Advertisement -

মন হারিয়ে যায় 
জগলুল হায়দার

রাতের তারা নদীর ধারা
দেয় করে দেয় পাগল পারা
এতো খুশির লহর তুলে যায়
মন হারিয়ে যায় ,আমার প্রাণ হারিয়ে যায়।

ফুলের সুবাস পাখির শিসে
পাই না আমি আর যে দিশে
বুকে সুখের বাদাম তুলে যায়
মন হারিয়ে যায়, আমার প্রাণ হারিয়ে যায়।

নিকেল বিকেল রোদের মায়া
পাতার ফাঁকে মিষ্টি ছায়া
গোধূলি ক্ষণ আবীর মেখে যায়
মন হারিয়ে যায়, আমার প্রাণ হারিয়ে যায়।

ধানের ক্ষেতে হাওয়ার দোলা
কিশোর বুকের বোতাম খোলা
দস্যিপনার মাঠটা ডেকে যায়
মন হারিয়ে যায়, আমার প্রাণ হারিয়ে যায়।

- Advertisement -

আরো পড়ুুর