ক্ষুধিতের ঈশ্বর । আনোয়ার হোসেন বাদল

- Advertisement -
- Advertisement -

ক্ষুধিতের ঈশ্বর 
আনোয়ার হোসেন বাদল

 

পদবী জানিনা আমি, হয়নি আমার
পৈতা নেই পাগরী নেই, মনে আছে জ্বালা,
পোশাক পড়ি না তাই লোক দেখাবার
ভেতরে পুষিয়া পাপ রুদ্রাক্ষ মালা?

অথচ পোশাকে সবে পরিচিত হয়,
খোদার রৌশন নেই বুকের ভেতর
ভেক না ধরিলে লোকে ধর্মহীন কয়
সত্য চাপিয়া বুকে ঢাকিলাম সতর।

জানি আমি পাপী তবে তোমাদের মতো
খোদাকে ঠকানো কাজ সে আমার নয়
ভেতরে বাহিরে দেখি ব্যববধান কতো!
আমার ভেতরে খোদা চুপি চুপি কয়।

ক্ষুধিতের ঈশ্বর ক্ষুধা বাকী অভিনয়
বৃক্ষের নাম কী?
ফলে পরিচয়।

- Advertisement -

আরো পড়ুুর