৩৫ বছর পালিয়ে থাকা সত্ত্বেও রক্ষা হয়নি হাকিমের

পিরোজপুর ইন্দুরকানীতে আব্দুল হাকিম (৬৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে ৩৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) রাতে ইন্দুরকানীতে খুলনার টুথপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে ইন্দুরকানী থানা পুলিশ।

শনিবার (১৩ জুলাই) সকালে রহিমকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হাকিম উপজেলার বালিপাড়া গ্রামের মৃত সোহরাব মাতুব্বরের ছেলে। তিনি ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

ইন্দুরকানী থানা সূত্রে জানা গেছে, আসামি হাকিমের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় হত্যাচেষ্টায় মামলার জিআর ১২১/৮৭ ধারা ৩০৭/৩১৩ পেনাল কোড অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে নয় বছরের সাজা দেন। এরপর থেকে তিনি  দেশের বিভিন্ন স্থানে ৩৫ বছর পলাতক ছিলেন। গোপন তথ্যে ভিত্তিতে শুক্রবার রাতে খুলনার টুথপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাকিমকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান নেতৃত্বে ছিলেন ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) আ. জলিল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুনছুর আলম।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও গোপন খবরের ভিত্তিতে ওই নয় বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।

১৩/০৭/২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here