নরপুঙ্গব । আলী মুহাম্মদ লিয়াকত

- Advertisement -
- Advertisement -

নরপুঙ্গব 
আলী মুহাম্মদ লিয়াকত

একটি নারীকে প্রশংসা করেছো কি মরেছো
সে তোমাকে বেবী করে ছেড়ে দেবে,
একটি যুবতীকে চোখ মেরেছো কি ধরা খেয়েছো
সে তোমার চোখের ভাষায় আবদার শুরু করবে,
একটি রমণীকে ভালো লেগেছে বললেই
আত্মরক্ষার আর উপায় খুঁজে পাবে না
তোমার হাড্ডি মাংস এক করে ছাড়বে
পারলে তোমাকেই আস্ত গিলে খাবে।

একবার একটি মেয়েকে বলেছিলাম
তুমি দেখতে ফুলের মত মিষ্টি কেন?
মেয়েটি দশ হাজার টাকা বিকাশ চাইলো
ভাগ্যিস আমি না বলা শিখে গেছি
তা না হলে ধরা ভালই খেতাম।

এত সব বলে কোন লাভ নেই
আমিতো নপুংসক নই,
তাই নারীর সৌন্দর্য, ফুলের সুবাস, চুলের ঘ্রাণ,
আউলা বাতাস আমাকে আকুল ব্যাকুল করে,
জেনে শুনেও তাই অজান্তে বলে ফেলি
হে সুন্দরী রমণী ধমনিতে যার বসবাস
তাকে ভালো না বলে উপায় কি বলো?

- Advertisement -

আরো পড়ুুর