ডেঙ্গু পরীক্ষার এক হাজার কিট দিলো জামায়াত

0
10

অন্যধারা প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার এক হাজার কিট দিয়েছে জামায়াতে ইসলামী। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মঈনউদ্দিন ও নারায়ণগঞ্জ মহানগর শাখার আমির আব্দুল জব্বার এই কিট তুলে দেন।

এ বিষয়ে আব্দুল জব্বার বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীরা হাসপাতালে টেস্ট করতে আসছে। কিন্তু হাসপাতালে পর্যাপ্ত কিট নেই। বিষয়টি জানতে পারার পর রোগীদের সেবা নিশ্চিতে আমরা এক হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিয়েছি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার বলেন, এই কিট প্রাপ্তির মাধ্যমে আমাদের সেবা প্রদান করতে সুবিধা হবে। উন্নতমানের টেস্টিং কিট তারা প্রদান করেছে রোগীদের জন্য। আমরা আশা করছি এই কিট দিয়ে আগামী ২ মাস নির্বিঘ্নে ডেঙ্গু পরীক্ষা চালিয়ে নিতে পারবো।

অন্যধারা/২২ সেপ্টেম্বর ২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here