খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাইটসেভার্স এর বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

অন্যধারা প্রতিবেদকঃ

“আপনার চোখকে ভালোবাসুন এবং শিশুর চোখের যত্ন নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৪ উপলক্ষ্যে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যেগে এবং সাইটসেভার্সের সহযোগীতায় একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব দৃষ্টি দিবসের উদযাপন শুধুমাত্র র‍্যালি’র মধ্যে সীমাবন্ধ ছিলো না। মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে ছাত্র-ছাত্রীদের জন্য ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসায় বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরন করা হয়। এছাড়া দিবসের আলোকে গরীব অসহায় ব্যাক্তিদের জন্য ৩টি চক্ষু ক্যাম্প ও ১টি শিল্প কলকারখানায় শ্রমিকদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে বিনামূল্যে ছানি অপারেশন সহ চশমা বিতরন করা হয়।

র‍্যালিতে অত্র হাসপাতলের সম্মানিত ডাক্তারগন, নার্স, অপথালমিক এ্যাসিসটেন্ট, প্রোগাম সংশ্লীষ্ট ব্যক্তিবর্গ, স্কুলের ছাত্র-ছাত্রী সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সাইটসেভার্সে-এর জেলা সমন্বয়কারী বনফুল চুমকি ও দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের প্রতিনিধি জনাব মোঃ আমিনুর রহমান উপস্থিত ছিলেন। এ বর্ণাঢ্য র‍্যালিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সম্মানিত পরিচালক জনাব ডাঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট ও সার্জন জনাব ডাঃ মিজানুর রহমান নাসিম, কনসালটেন্ট ডাঃ আরফিয়া মুন্নি, জুনিয়র কনসালটেন্ট ডাঃ শীতেশ চন্দ্র ব্যানার্জি, জুনিয়র কনসালটেন্ট ডাঃ আবুল কালাম আজাদ, ফাইন্যাস অফিসার জনাব মোঃ মাইনউদ্দিন, পিআরও জনাব মীর মিজানুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here