খুলনায় কলেজ ছাত্র হত্যা, ৪ বছর পর ২১ জনের যাবজ্জীবন-খালাস ৫

- Advertisement -
- Advertisement -

 

 অন্যধারা প্রতিবেদকঃ 

মামলা সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে মাদক ব্যবসায় বাধা প্রদানে দন্দের জের ধড়ে এই হত্যাটি সংঘটিত হয়। ২০২০ সালের ১৯ শে আগস্ট রাতে হাসিব একটি রেস্টুরেন্টে বসে ছিল আর সেই সুযোগে উক্ত আসামিরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে হাসিবকে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে ২৬ জনকে আসামি করে খালিশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ বিচারক আব্দুস সালাম খান খুলনার খালিশপুরের কলেজ ছাত্র হাসিব হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

মামলাটি দীর্ঘ চার বছর বিচারাধীন শেষে আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ বিচারক আব্দুস সালাম খান ২৬ জন আসামির ভিতরে ৫ জনকে দোষী সাব্যস্ত না হওয়ায় বেকসুর খালাস দেন এবং বাকি ২১ জনকে স্বাক্ষ্য-প্রমানের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। রায় উপলক্ষ্যে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আদালত থেকে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।


অন্যধারা- ২২-১০-২০২৪

- Advertisement -

আরো পড়ুুর