প্রলয়ের পর। শাওন আসগর

- Advertisement -
- Advertisement -

প্রলয়ের পর
শাওন আসগর

 

প্রলয়ে লন্ডভন্ড হয় নদীর জল
ভেসে যায় নৌকা জাহাজের মাস্তুল
আর প্রনষ্ট হয়
অসহায় জলজ ফুল ও শ্যাওলা সোহাগ।

একটি ঝড় কতোটা গতিতে বয়ে গেলে
ধুলো ওড়ে আকাশের গায়ে
কিছু কিছু বিদ্যুতের তার ছিঁড়ে যায়
ভেঙ্গে যায় ব্রীজ বাঁশের সাঁকো
হিজলের শেকড় বটবৃক্ষের শাখা ও আমাদের প্রিয় বাগান।

অবাক তাকিয়ে থাকা গবাদি পশুর
গলায় ফাঁসের দড়ি আটকে যায়
জরাজীর্ণ ঘরের বিছানা থেকে
হারিয়ে যায় বঁধুর নাকের ফুল
কৃষকের শোকের মাতমে আরো
একটি ঘূর্ণিঝড় বাঁক নেয় ঘরের মধ্যখানে
প্রলয় লন্ডভন্ড হয় মানুষের স্বপ্ন
এসব দুঃখময় ভীতকর স্মৃতি
নগরবাসীগণ সবাই জানে প্রায়।

কিন্তু যে তথ্যটি জানা নেই
তা হলো খুব গোপনে আরেকটি প্রলয়
আমার কবিতার খাতা উড়িয়ে নিয়েছিলো
হাত থেকে এক ঝটকায় পড়েছিলো কলমের খাঁপ
আর ঝড়ো তান্ডবে চোখের মণিতে জমেছিলো জলের ধারা
বা’পাজরের একটু নীচ থেকে কষ্টের পাত্র থেকে ঝরে পড়েছিলো
ফোটা ফোটা রক্ত আর রক্ত।

একথা জানে না নগরবাসি
একথা জানে না আবহাওয়া দপ্তরের কোন করণিক
একথা জানে না কোনো নির্দয় পড়শি আমার
প্রলয়ের পরে দেখি
লন্ডভন্ড হয়ে গেছে হৃদয়ের পাললিক জমি।

- Advertisement -

আরো পড়ুুর