- Advertisement -
- Advertisement -
এপিঠ ওপিঠ
মালেক জোমাদ্দার
কেউ ধরেছেন হালের লাঙ্গল
কেউ বা ধানের শীষ
কেউ বা এখন নৌকায় চড়ে
করছেন ইস্ ফিস।
কেউ বা এখন ডাঙ্গা ছেড়ে
হইছেন নায়ের মাঝি
পুরান মাঝি উঠছেন তড়ে
সাজছেন মিয়া গাজী।
কেউ ছেড়েছেন নায়ের বৈঠা
ধরছেন ধানের শীষ
কেউ ভেবেছেন জলদি উইঠা
ধানেই দিবেন বিষ।
কেউ বা বলেন ডুববে তরি
চড়বো না আর ভুলে
কেউ বা বলেন ভরসা করি
নিয়েই যাবেন কূলে ।
- Advertisement -