কবি সাইফ আলি

সাইফ আলি

যদি ব্যথা দিয়ে তুমি সুখ পাও তবে ব্যথা দিও
আর যদি অনুতাপে জ্বলেপুড়ে খাঁক হও
আমার ভালোবাসাা নিও।

হাঠাৎ আঘাত এসে ভেঙে দিতে চাইলেও
আশায় বেঁধে রাখি বুকের জমিন,
বেঁচে থাক ভালোবাসা, সুখের সকালগুলো
রঙিন ছবিরহাট থাক অমলিন।
অভিযোগ ছুড়ে দিলে দিতে পারো
নির্ভুল নই তো আমিও।

পাখিদের ঘরগুলো মাঝে মাঝে দেখি আর
ভাবি আমি হয়তো বা পাখিই ছিলাম

ঘরছাড়া পাখিগুলো যে আশায় ঘর বাঁধে
সে আশায় বেঁচে থাকি আমি প্রতিদিন,
বেঁচে থাক ভালোবাসা, সুখের সকালগুলো
রঙিন ছবিরহাট থাক অমলিন।
কোনো অভিযোগ নেই, যেতে পারো
যতদূরে যেতে চাও প্রিয়।

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here