‘কেজিএফ’ সিনেমার অভিনেতা ’মোহন জুনেজা’র মৃত্যু

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

ভারতসহ সারা বিশ্বের হিন্দি সিনেমাপ্রেমীদের মাতাচ্ছে ‘কেজিএফ ২’ সিনেমায়। এরই মধ্যে ছবিটি আয়ের দিক থেকে নানা রেকর্ড করে ফেলেছে। আনন্দঘন এসময়েই ‘কেজিএফ’ প্রেমীদের কাছে ভেসে এলো এক দুঃসংবাদ।

আজ শনিবার (০৭ মে) সকালে কেজিএফ ছবির অভিনেতা কমেডিয়ান মোহন জুনেজা হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মোহন জুনেজা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ ‘কেজিএফ’ পরিবার ও সিনেপ্রেমীরা।

ভারতীয় গণমাধ্যম জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মোহন জুনেজা। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থার কোন উন্নতি হচ্ছে না। একপর্যায়ে এ কেজিএফ অভিনেতা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দক্ষিণী সিনেমাঙ্গনে প্রায় এক দশক ধরে কমেডিয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছেন মোহন। তামিল, তেলুগু, মালয়লম ও হিন্দি মিলিয়ে প্রায় ১০০-এর বেশি ছবিতে কাজ করেছেন। সম্প্রতি তিনি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এ অভিনয় করেছেন। ‘কেজিএফ’-এর প্রথম ছবিতেও তিনি ছিলেন।

এছাড়া একাধিক ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। তার অনুরাগীরা তাকে ‘চেল্লাটা’ ছবি দিয়ে মনে রাখবে চিরকাল।

জানা গেছে, আজ শনিবারই (০৭ মে ২০২২) কেজিএফ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

 

দৈনিক অন্যধারা/০৭ মে ২০২২/জ কা তা

- Advertisement -

আরো পড়ুুর