একটি বুনোফুল আসিফা ও দেবতা
গোলাম রব্বানী টুপুল
পৃথিবীর স্বগর্ভূমির এক বুনোফুল
তখনও তো কলিই ছিল,
আমি তাকে বরং প্রজাপতি বলি।
রোজ ইতিউতি করে স্বর্গভূমিতে,
নিজের মনে হেসে যায়
কল্পনাতে ভেসে যায়
অথচ সভ্যতার বুনোমোষ
তাকে তাড়িয়ে তোলে দেবালয়ে।
হায়রে দেবোতা নিশ্চুপ সকারে
শুধু তাকিয়েই ছিলে, তোমার বাহু
তোমার আঙ্গুল, তোমার কর্ণ তখনও দৃশ্যমান।
ক্ষমতাই যদি না র’লো তবে বেদিতে কেন
নেমে এসো জনতার কাতারে।
কী করে পারে তোমারই সামনে
সেই বুনোফুল পিশে দিতে
কীকরে পারে ওরা বুনো প্রজাপতিটির পাখা ছিড়তে!
অথচ তোমার দোহাই দিতে দিতেই – করে দিন পাড়।
তবে কী অক্ষমতার গ্লানি নিয়ে সটকে যাবে?
সেই ছোট্ট পাহাড়ি শিশু আসিফা
তোমার ক্ষমতা দেখেফেলেছে যে নীরবে।