প্রেস বিজ্ঞপ্তি
জাফরিনা আলম জেসি জাহাঙ্গীর আলম ও সিস্টার হেলেনা জাহাঙ্গীর মেয়ে। ১৯৯৮ সালের ১৪ অক্টোবর জন্ম গ্রহণ করেন। এ দম্পতির তিন সন্তানের মধ্যে জাহিদুল আলম সবার বড়, দুই কন্যা সন্তানের মধ্যে জাফরিনা আলম জেসি বড় এবং ছোট কন্যা...
আবার যখন ভালোবাসার মৌসুম আসবে
খুব বাছাই করে- করবে বীজ বপন
বীজ তলার মাটি হবে উর্বর
পলিযুক্ত সর্বোপরি আগাছা নিধন।
তুমি প্রান্তিক চাষি!
যত্নশীল হবে নতুন ফসল ঘরে তোলার আগে
পোকামাকড় করবে রোধ নিজেকে সামলে নিয়ে।
আবার যখন ভালোবাসার মৌসুম আসবে
মাথায় নতুন গামছা বেঁধে নামবে মাঠে
নিজেকে...