ছয় চরণের স্তবক– ০৫
ইউসুফ রেজা
মানুষেরা ডুবন্ত জাহাজ থেকে বাঁচার আশায়
পথ খোঁজে অথচ এখনো পাল উড়ছে হাওয়ায়
কেউ কেউ মনে করে কেয়ামত বেশি দূরে নাই
পাখিরা কি জুতো পরে কখনো কি মাস্ক ঠোঁটে দেয়?
তাদেরও প্লাবন এলে ঠাঁই হয় নুহের নৌকায়
যে মরে সে...
ছয় চরণের স্তবক-০৩
শাহজাহান মোহাম্মদ
এই যে বাবু
শুনছো সাবু
ভাবছেন কি একটি বার
বন্দি ঘরে থাকবো ক'দিন
জ্বলছি ক্ষুধায়
বারং বার।
অন্যধারা/১ জুলাই-২০২০/জেডএন
মুস্তফা হাবীব
চোরের কুরসিনামা
এখন যারা পড়ছে ধরা
বন্য রাজাকার,
ইতোপূর্বে চুরি করে
পেয়ে যেতো পার।
মাঠে থাকায় আর্মি-পুলিশ
পায়নি এবার সুযোগ,
চুরি করার শাস্তি কেমন
এবার তবে বুঝুক।
বাপ দাদারা ডাকাত ছিলো
স্বাধীনতার পরে,
এমনিভাবেই রিলিফের গম
তুলতো নিজের ঘরে।
লবণ নিয়ে তেলেসমাতি
কম্বল করে হাওয়া,
মুক্তিযুদ্ধের বিনিময়ে
এসব মোদের পাওয়া।
বাংলাদেশ ব্যাংক ফুটো করা
মামা ভাগ্নের...
কাজী জুন্নুন হোসেন
ছুটির ঘণ্টা
যদি বেঁচে থাকি, আবার মায়ের শাড়ির আঁচল ধরে ঘুরে বেড়াবো
যদি মরে যাই তবে মায়ের শাড়ির আঁচল হবো।
যদি বেঁচে থাকি তবে বাবার হাতের ভরসার লাঠি হবো।
যদি মরে যাই তবে বাবার হাতের পবিত্র তজবি হবো।
যদি বেঁচে থাকি তবে...