তুমি আছো
বেবী আফরোজ
তুমি আছো
তাই আমি আলোকিত
আমার যশ, খ্যাতি সবই তুমি।
আমার কাজের শ্রেষ্ঠ পুরষ্কারটা যখন
প্রধান মন্ত্রীর হাত থেকে নিতে গেলাম
কি আশ্চর্য!
সামনের সারির মাঝখানে
আমি তোমাকেই দেখতে পাচ্ছি।
তুমি আমার দিকে তাকিয়ে
মিটি মিটি হাসছো
তুমি না এলে হয়তো
পড়ে থাকতাম আস্তাকুড়ে
ভুলে যেতাম হয়তো নিজের পরিচয়।
তোমার...
রাতের রহস্যময়তা
আনোয়ার হোসেন
গভীর রাতের রহস্যময় নীরবতা
বেড়ে যায় মানব মনে কেমন অজানা অস্থিরতা
নির্জনতা শুধু মনে করিয়ে দেয় যত সব ভাবনা
তুমি পাশে না থাকলে থাকে না কোন সান্তনা ।
সপ্নগুলো দুঃস্বপ্নের বেড়াজালে বন্দী হয়ে
ভেসে বেড়ায় এক অজানা আবেশে
কবিরা ডুবে যায় কবিতায়
আমার ভেতরেও...
এই সেই আমি
মীর ইয়াসির উদ্দিন ইয়াসিন
দেখো দেখো কেমন ছিলাম
বলছে কথা ছবি,
এখন আমি বুড়ো হয়ে
হতে যাচ্ছি কবি।
তখন সবাই বলতো হিরো
দেখতো আবার স্বপ্ন,
এখন সবাই আসে শুধু
চুরি করতে রত্ন।
অতীত স্মৃতির রূপ উপমায়
ছিলাম কতো সেরা,
প্রেম বাগানের রূপক মেলায়
ছিলাম প্রেমে ঘেরা।
যতই বুড়ো হচ্ছি আমি
ভয়...
এপিঠ ওপিঠ
মালেক জোমাদ্দার
কেউ ধরেছেন হালের লাঙ্গল
কেউ বা ধানের শীষ
কেউ বা এখন নৌকায় চড়ে
করছেন ইস্ ফিস।
কেউ বা এখন ডাঙ্গা ছেড়ে
হইছেন নায়ের মাঝি
পুরান মাঝি উঠছেন তড়ে
সাজছেন মিয়া গাজী।
কেউ ছেড়েছেন নায়ের বৈঠা
ধরছেন ধানের শীষ
কেউ ভেবেছেন জলদি উইঠা
ধানেই দিবেন বিষ।
কেউ বা বলেন ডুববে...
সঙ্কটগামী
বেপারী নজরুল ইসলাম
ওজন সঠিক নাইরে ভাই
পাল্লায় উঠছে কম
চাষাবাদের মোরদ নাই
নদীর ওপর দম।
খেলোয়ার খেলছে মাঠে
দর্শক দিচ্ছে হাত তালি
কোনো কিছু না বুঝেই
আম জনতার মাতামাতি।
বিপাকে পড়ছে নিরিহ লোক
খুঁজে পায় না কূল
কার পিচে ছুটবে আবার
হয় নাকি ভাই ভুল।
দেশটা আমার স্বাধীন বাংলা
হাসতে তবু পারছি...
ভাষার জন্য
বাদল হাওলাদার
বাংলা মায়ের ভাষার জন্য
দিয়েছে তাঁরা প্রাণ
রফিক শফিক বরকত সালাম
প্রাণ করেছেন দান।
বায়ান্নোতে সবার মুখে
প্রতিবাদের ভাষা
বাংলা কেনো বঞ্চিত রয়
তাই প্রতিবাদ খাসা।
সকল বিশ্ববাসীর কাছে
বাংলার হয়েছে জয়
এগিয়ে চলেছে বাংলা ভাষা
সেরা হবে নিশ্চয়।