একান্ত মনস্তাপ
শাওন আসগর
মাঝে মাঝে ঘৃণা আর আক্রোশে ঝিম মেরে থাকি
ভেতরে আর্তনাদের ফণা উদ্যত হয়
এ কষ্ট কেউ বুঝে না
কারো অনুকম্পার ভেতরও পড়েনা এই দহনের ভার।
আমি কী তবে কিছুই নই
এই পৃথিবী নক্ষত্র তারাপুঞ্জ আমার নয়
নদীর শীতল হাওয়া বসন্ত বাতাস
জীবনের উল্লাস উৎসবে...
স্বাধীনতা ও সৌভাগ্য
সৈয়দ আজিজ
সবাই দেখলো বদলে গেলো দেশ,
আশায় ফানুস, এবার পাবে যে অশেষ
হৃদয়ে জাগ্রত হলো নতুন আশার উন্মেষ
স্বাধীনতা এলো, ভালোই হলো বেশ।
আর থাকবে না কোনো আশার চোরাবালি
খেটে মরবে না আধ পেটে খালি
লুট হবে না আর সম্পদ, পাট
বুকেতে বাঁধলো বাসা...
জীবন ঘড়ি
আফিয়া সুলতানা রুবি
গাড়ি চলছে ঘড়ি চলছে
চলছে মানুষ ভাই
চলার এই শেষ কোথায়
কেউ কি জানে তা-ই?
বাড়ি লাগবে গাড়ি লাগবে
লাগবে আমার বেশ
কখন গাড়ি কখন ঘড়ি
থামবে হঠাৎ শেষ।
জানে সবাই এমন কথা
ক'জনেই বা মানে
এত দামের জীবন ঘড়ি
তবুতো তাকেই টানে।
কখন কবে হাওয়া হবে
ঘড়িটির নেই...
শুধু তোমার জন্যে
বাদল মেহেদী
তুমি আসার আগেই বৃষ্টি এলো
তোমাকে পেলাম অনেক পরে
বৃষ্টি এসে ভিজিয়ে দিলো গা
তখন কিন্তু ছিলাম আমি একা।
ঝড়োবৃষ্টি জানালা দিয়ে এসে
বিছানাটা ভিজিয়ে দিলো হায়
ঘুমিয়ে ছিলাম পাইনি কিছু টের
বৃষ্টি এসে সোহাগ করে যায়।
তুমি আসবে তাইতো আয়োজন
বিছানাটা ছিলো বর্ণালি
এখন আমি...
জ্ঞানের মাশুল
আশরাফ মির্জা
জ্ঞানের সীমার নাইকো শেষ
মেধাবীরা করে যায় অভিনিবেশ
তবু বহু কিছুই থাকে অজানা,
বিজ্ঞানীরা খাটায় মেধা-ক্লেশ
তবু জুটে যায় অজ্ঞানীর শ্লেষ
ভাগ্যে তাদের স্বীকৃতি মিলে না।
কোপার্নিকাস বলেন সবার আগে
‘পৃথিবী ঘোরে সূর্যের চারদিকে’
সেই মত প্রতিষ্ঠিত বিশ্বজোড়া
বিশ্বাসে প্রত্যক্ষ প্রমান লাগে
অনেকে থাকে ঘোরের পাকে
দিয়েছে শাস্তি...
ছায়াবৃক্ষ
মুস্তফা হাবীব
যে মানুষ ফুলকে ভালোবাসে
যে মানুষ প্রকৃতির ভেতর
জীবনের অনুসন্ধান করে
সে আমার স্বপক্ষ,
আমি তাকেই ভালোবাসি ।
যার চোখের জলে শস্য বোনা
অভাগার দুঃখে ব্যথিত হৃদয়
সে আমার আপনজন,
আমি তাকেই ভালোবাসি।
যে নদীর রূপ দেখে মোহিত
যে শরতের জোসনায় স্নাত
সে আমার স্বপ্নের পূর্ণ শশী,
আমি তাকেই ভালোবাসি।
যার...