ফনী
হুমায়ুন কবীর সাগর
ফনী আসছে ফনা তুলে
বিশাল রকম ঘূর্নী
আল্লাহ জানেন কত কিছুই
করে যাবে চূর্নী।
কিসের লোভে কিসের ক্ষোভে
ফনীর এমন রাগ
ওপার বাংলা এপার বাংলায়
ফেলছে কালো দাগ।
ফনীরে তুই যা ফিরে যা
দোহাই লাগে তোর
আমরা চাই রহমত, আর
বৃষ্টি ভেজা ভোর।
সন্ধ্যাতারা
সাদা আর কালোর দ্বন্দ্বে
ফিকে হয়েছে লাল
ক্ষীণ হতে হতে অদৃশ্য প্রায়
প্রকাশ্য মোহ-মায়ার অস্তিত্ব
ডুব সাঁতারের খেলার বিলীন হয় ভেতর
আর ভেতরের লীলাময়তা
হয়তো বা বুঝে নয়তো বা না বুঝেই।
বিভীষিকাময় হয়ে ওঠে উজ্জ্বল নক্ষত্র
মুক্তি চায় অনীহায় নিষ্পেষিত রাত
আমার কোনো রং নেই গন্ধ নেই
নেই কোনো...
রূপসী মেয়ে
সন্মান মোহাম্মদ
ও গো ও রূপসী মেয়ে
তোমার এক পলক দেখার পর থেকে,
সবকিছু কেমন জানি ওলট পালট হয়ে গেছে।
কি যাদুর নীল মায়ায়
জড়ালে তুমি এই আমায়,
দিয়েছো জ্বালা বুক ভরে
আরতো পারছিনা থাকতে তুমি বিহনে।
তুমি বিহীন মন যাতনার দুনিয়ায়
সমায় যে কাটে না আর...
তোমায় বলছি
মালেক জোমাদ্দার
ভাবছ তুমি তোমায় ছাড়া
এ জীবনটা চলেবে না?
আমায় দেখলে মুখ ফিরাবে
কোন কথা বলবে না।
ভাবছ তুমি তোমায় ছাড়া
আমার জীবন অন্ধকার!
আমার আলো আছে জ্যোতি
আঁধার করে শক্তি কার।
তোমায় ছাড়া আমার জীবন
এক কদমও চলবে না?
আমার পায়ে আমি হাটি
কারো পায়ে হাটবো না।
তোমার খেয়াল...
ভেজা চোখ
বেপারী নজরুল ইসলাম
কে বলেছে তোমায়
আমি দাঁড়ি-গোফ রেখে
দেবদাস হয়েছি,
আমি তো তোমার প্রেমে পাগল হয়ে
মজনু সেঁজেছি।
মজনু যেমন লাইলীর খোঁজে
ঘুরছে পথে পথে
আমি শুধু তোমার স্বরণে
কবিতা লিখি রাতে।
লাইলী মজনুর প্রেম পিরিতি
একই সুতোয় গাঁধা
আজ তোমার অন্তরে ঠাঁই নিয়েছে
মির্জাফরের কথা।
সে কারনেই হলো না ভবে
তোমার...
আগুন আমি ভালবাসি
কামরুজ্জামান কায়েম
আগুন আমি ভালবাসি, তাই তোমাকে ভালবাসি
তোমার আগুনের লেলিহান শিখা
আমাকে পোড়ায় শত সহস্র লক্ষ কোটি বছর
আমি পুড়ে পুড়ে,
ফিনিক্স পাখি হয়ে আবার ফিরে আসি এই পৃথিবীতে।
তোমার স্বচ্ছ চোখে অবগাহন করে
মসৃণ স্নিগ্ধ কোমল গ্রীবা পার হয়ে এসে
দেখি প্রজ্জলিত রক্তাভ...