মিথিলা চলো চলে যাই
শাওন আসগর
এই শহর জনপদ আর আমাদের নয়
অলিগলি প্রাসাদের আলোকিত কক্ষও আমাদের নয়
আমাদের ইচ্ছেগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে ডিজিটাল কায়দায়
আর কথাগুলো অন্যের নিয়ন্ত্রণে।
আমাদের হাতের আঙ্গুল ও চোখের মণিকোঠা শৃংখলিত
জীবনের প্রবাহিত ধারা রহিত হচ্ছে প্রতিদিন
দুঃসময়ের কালো মেঘে ছেয়ে যাচ্ছে...