আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে সোনারগাঁও ইউনিভার্সিটির “ফ্লাশ মব”

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে সোনারগাঁও ইউনিভার্সিটির
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে সোনারগাঁও ইউনিভার্সিটির "ফ্লাশ মব"
অন্যধারা ডেস্ক: 
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ উম্মাদনায় মেতেছে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও।”চলো বাংলাদেশ” থিম সংগীতের সাথে “ফ্লাশ মব”-পরিবেশন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সম্প্রতি “ফ্লাশ মব”-টির ভিডিওচিত্র ইউটিউবে প্রকাশ করা হয়েছে।ইউটিউবে পরিবেশনটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
“চলো বাংলাদেশ” থিম সংগীতের সাথে দৃষ্টিনন্দন ফ্ল্যাশমবের মাধ্যমে সোনারগাঁও ইউনিভার্সিটি প্রাঙ্গণ ও পান্থপথ সিগন্যালকে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উৎসব আর নাচে গানে স্টেজে পরিণত করেছিলেন।
ফ্ল্যাশমব সম্পর্কে সোনারগাঁও ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, প্রফেসর শামীম আরা হাসান বলেন,এগিয়ে চলুক বাংলাদেশ। সোনারগাঁও ইউনিভার্সিটিও বিশ্বকাপের অংশ হতে পেরে আমরা গর্বিত।
ফ্ল্যাশমব সম্পর্কে সোনারগাঁও ইউনিভার্সিটির সাবেক ট্রেজারার প্রফেসর মোঃ আল আমিন মোল্লা বলেন, সোনারগাঁও ইউনিভার্সিটিও বিশ্বকাপের অংশ হতে পেরে আমরা সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবার গর্বিত।
ফ্ল্যাশমব- এ অংশ নেয়া সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব কোঅর্ডিনেটর,কোচ মেহরাব হোসেন জসি বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করছে আমাদের জন্য গৌরব এর আশা করি বাংলাদেশ ভালো করবে।”
সোনারগাঁও ইউনিভার্সিটির সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস কোচ,অফিসার রাসেল আহমেদ বলেন, চলুক জয়,এগিয়ে চলুক ।এগিয়ে চলুক বাংলাদেশ।
ফ্ল্যাশমব- এ অংশ নেয়া সাব্বির জানান,বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য কামনা করেই আমাদের এ উদ্যোগ। এ ফ্ল্যাশমব আমাদের সকল অনুষদের প্রতিনিধিত্ব ছিল।
নজরকাড়া এ পরিবেশনায় অংশগ্রহণ করেন সাব্বির, এ্যানি,তাহাসিনা,আনিসা,অঙ্কিতা প্রতিভা,স্বর্নালী,তন্নী,ফারহা,নিস্পাপ ,কলি,মারিয়া ,আহমাদ ,নিকিতা,সুমন,মাইনুল,সাইদ,দ্বীপ,সজল, কনা,ইরা
হৈমন্তী,জুঁই সহ প্রায় শতাধিক শিক্ষার্থী।
এদিকে বিশ্বকাপ ও নিজেদের করা ফ্লাশমব নিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্রিকেট রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here