ইউনাইটেডে ‘রোনালদোর শিক্ষক’ হবেন টেন হাগ

0
139

অন্যধারা ডেস্ক :

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন ডাচ কোচ এরিক টেন হাগ। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই গুঞ্জন শোনা গিয়েছিল, টেন হাগের কোচিং পরিকল্পনায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই নতুন মৌসুমে তাকে বেচে দেবে ইউনাইটেড। কিন্তু তেমন কিছুই হয়নি। বরং গত মৌসুম শেষ করার পর প্রায় প্রতি সংবাদ সম্মেলনেই টেন হাগ সাফ জানিয়েছেন, তার দলের পরিকল্পনায় ভালোভাবেই আছেন রোনালদো এবং কোনোভাবেই পর্তুগিজ সুপারস্টারকে বিক্রি করবে না ইউনাইটেড। হয়েছেও তাই, এ মৌসুমেও ইউনাইটেডে রয়েছেন রোনালদো।

এবার টেন হাগ জানালেন, রোনালদোর কাছ থেকে সেরাটা আদায়ের জন্য কখনও তিনি বন্ধু হবেন, আবার কখনও শিক্ষক। এছাড়া ফিটনেসের দিক থেকে রোনালদোর এখন যে ঘাটতি রয়েছে সেটির দিকেও নজর দেওয়া হবে বলে জানালেন ইউনাইটেডের হেড কোচ।

সংবাদমাধ্যমে টেন হাগ বলেছেন, ‘আমি কখনও কখনও তার বন্ধু হবো, আবার কখনও তার শিক্ষক হবো। এটি পরিস্থিতির ওপর নির্ভর করবে। আমরা সবাই জানি, সে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেলেনি। কিন্তু আমাদের এসব প্রাক-মৌসুম ম্যাচগুলো বাদ দেওয়া উচিত নয়।’

তিনি আরও যোগ করেন, ‘প্রাক-মৌসুম ম্যাচগুলো একটা ভিত্তি গড়ে দেয় যে আমরা কীভাবে খেলবো। গত বছরের তুলনায় আমরা ভিন্নভাবে খেলছি। এটি চাহিদার ওপর নির্ভর করে। নির্দিষ্ট খেলোয়াড়ের পজিশনিং, দলে সহযোগিতা, ভেতরে-বাইরে থাকা এবং ফিটনেসের বিষয়টিও গুরুত্বপূর্ণ।’

দৈনিক অন্যধারা/০৪ সেপ্টেম্বর ২০২২/জ কা তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here