রাশেদুজ্জামান তাওহীদ, কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম সদর উপজেলার কৃষি নির্ভর হতদরিদ্র পরিবারের নারীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকালে উদ্দীপন এনজিও’র উদ্যোগে কাঁঠালবাড়ী উদ্দীপন শাখার অফিস চত্ত্বরে গবাদি প্রাণী বিনিময় ব্যাংক প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।
উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করেন-সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন- উদ্দীপন সদর শাখার শাখা ব্যবস্থাপক এরশাদুল হক, কাঁঠালবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক আমরুল হক, হলোখানা ইউনিয়নের ইউপি সদস্য ইউনুস আলী, রফিকুল ইসলাম মাস্টার প্রমূখ।
গরু বিতরণকালে সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান বলেন, দরিদ্র পরিবারগুলো একটি করে গরু পালন করতে পারলেই তাদের অনেকাংশে অভাব ঘুচনো সম্ভব হবে। এভাবে অন্যান্য সংস্থাগুলো এগিয়ে আসলে এ জেলার দারিদ্রতা ঘুচবে।
দৈনিক অন্যধারা// কে. আর