রাশেদুজ্জামান তাওহীদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
সুবিধা বঞ্চিত দুর্গম চর নারায়ণপুরের মানুষের আশা ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ডুমুরদহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক ও ০৮নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রহিম মোল্লা। নবনির্বাচিত এই ইউপি সদস্যের নিরলস প্রচেষ্টায় ০৮নং ওয়ার্ডে বিনামুল্যে বয়স্ক ও বিধবা ভাতা শতভাগ নিশ্চিত হয়েছে।
কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় ৪০দিনের মাটি কাটা কর্মসূচির শেষ দিন ছিল গত ১৪ই মার্চ। কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হওয়ায় শ্রমিক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। এ প্রকল্পের আওতায় এ বছর প্রায় চার কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। যার ফলে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি সাধিত হয়েছে। এদিকে নারায়ণপুর ভারতের বর্ডার বেষ্টিত হওয়ায় মাদকে নিমজ্জিত ছিল এখানকার যুব সমাজ। তরুণ ইউপি সদস্য আব্দুর রহিম মোল্লা জনসচেতনতা, মিটিং ও কাউন্সিলিং এর মাধ্যমে যুব সমাজকে নেশার জগৎ থেকে ফিরিয়ে এনে আধুনিক পদ্ধতিতে গবাদিপশু, মৎস্য, পোল্ট্রি ও অন্যান্য কৃষি পণ্য উৎপাদন করে কিভাবে নিজের ভাগ্য পরিবর্তন করা যায় সেই চেষ্টায় প্রতিনিয়ত কাজ করছেন।
এলাকার জাহিদুল ইসলাম বলেন, নারায়ণপুর ইউনিয়ন পরিষদে বিগত দিনের জনপ্রতিনিধিরা কখনো জনগণের সেবক ছিলেন না। তারা জনগনের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতেন। আব্দুর রহিম মোল্লা ইউপি সদস্য হওয়ার পর আমাদের সকল সুযোগ সুবিধা আমরা হাতের কাছে পাচ্ছি।
একই এলাকার আব্দুল কুদ্দুস বলেন, মাদকে ভরপুর ছিলো আমাদের ওয়ার্ড, যুব সমাজ মাদকে ডুবে থাকতো, আব্দুর রহিম মোল্লা ইউপি সদস্য হওয়ার পর যুব সমাজ মাদক ছেড়ে কৃষিতে মনোযোগ দিয়ে নিজের ও নিজের পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনছেন।
এই বিষয়ে জানতে চাইলে ০৮নং মেম্বার আব্দুর রহিম মোল্লা বলেন, আমি কারো হাততালি বা বাহবা পাওয়ার আশায় কাজ করছি না। আমি আমার ওপর সমাজের অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমাজের জন্য কাজ করি তাহলে আমরা সমাজের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারবো।
উল্লেখ্য, আব্দুর রহিম মোল্লা ডুমুরদহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার আদর্শ ও নৈতিকতায় মুগ্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
দৈনিক অন্যধারা// কে. আর