ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি পূর্ণ করলো মুশফিক

স্পোর্টস ডেস্ক :

আয়ারল্যান্ডে বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব আল হাসান ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারলেও মুশফিকুর রহিম ঠিকই তুলে নিয়েছেন ক্যারিয়ারের দশম শতক। এতে করে বাংলাদেশ প্রথম ইনিংসে লিড নিয়েছে ৬১ রানে। সাকিব ৭৪ ও মুশফিক ৫৩ রানে অপরাজিত থেকে লাঞ্চে যান। বিরতি থেকে ফিরেই মাত্র ১৩ রান যোগ করতেই বিদায় নেন সাকিব আল হাসান। এতে করে হাফসেঞ্চুরিকে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরিতে রূপ দেয়া হয়নি সাকিবের।

সেই সঙ্গে ভাঙ্গে ১৮৮ বলে গড়া ১৫৯ রানের জুটি।  এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ রান। মুশফিক ১১১ রান ও লিটন ৪২ রানে অপরাজিত আছেন। সাকিবের চেয়েও আগ্রাসী ভূমিকার ব্যাট করছেন লিটন দাস। তিনি ৪২ রান করতে খেলেছেন মাত্র ৩৮ বল।  এর আগের ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে গেছে অভিজ্ঞ টাইগার ব্যাটার মুমিনুল হক। আগের দিনের রানের সঙ্গে ৫ রান যোগ করতেই মার্ক অ্যাডায়ারের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

গতকাল (৪ এপ্রিল, মঙ্গলবার) মিরপুরে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হয়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও টি স্পোর্টস। এর আগে প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারি আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের ঘূর্ণিতে পড়ে প্রথম দিনে ২১৪ রানে অলআউট হয়ে যায় তারা। তাইজুল ৫ উইকেট তুলে নেন।  জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করে টাইগাররা। দিনের শেষ বলে তামিম ইকবালকে আউট করেন অ্যান্ডি ম্যাকব্রাইন। এতে করে ১৮০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে স্বাগতিকরা।

দৈনিক অন্যধারা / ০৫-০৪-২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here