খুলনায় এক লাখ চার হাজার ৭১ কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে

অন্যধারা প্রতিবেদকঃ
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আগামী ২৪ অক্টোবর থেকে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৩২ হাজার ৭৪৩ কিশোরীকে এবং খুলনা জেলার নয়টি উপজেলায় ৭১ হাজার তিনশত ২৮ কিশোরীকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান করা হবে।
আজ দুপুরে খুলনা সিভিল সার্জন দপ্তরের সম্মেলনকক্ষে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসকল তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন।
সভায় খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, এটিএন বাংলার ব্যুরো প্রধান এস এম হাবিব, মেডিকেল অফিসার ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা প্রমুখ বক্তৃতা করেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে টিকাদানের বিশদ বিষয় তুলে ধরেন বিশ^ স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ নাজমুর রহমান সজীব।
সকালে একইস্থানে এইচপিভি বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

অন্যধারা- ২২-১০-২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here