ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও লংমার্চ

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁওঃ
টেলিভিশনে নিউজ না করে ব্যক্তিগত পেইজে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বেফাঁস মন্তব্য এবং আংশিক তথ্য দিয়ে কনটেন্ট ক্রিয়েট করে শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সময় টেলিভিশনের সাংবাদিক জিয়াউর রহমান বকুলের অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও লংমার্চ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ ঠাকুরগাঁও এর ছাত্র ছাত্রীদের আয়োজনে রোববার দুপুরে শহরের চৌরাস্তায় এ সড়ক অবরোধ ও লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা প্রতিবাদী বক্তব্য দেয় এবং প্রায় এক ঘণ্টা শহরের মূল সড়ক অবরুদ্ধ থাকে।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন, তথাকথিত ভিউ ব্যবসায়ী সাংবাদিক বকুল তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে বেফাঁস মন্তব্য করে এবং আংশিক তথ্য দিয়ে কনটেন্ট ক্রিয়েট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তাৎক্ষণিক এর প্রতিবাদ করায় বিভিন্ন মহল থেকে শিক্ষার্থীদের হুমকিও প্রদান করা হয় তথাকথিত এ সাংবাদিকের পক্ষ হতে। এতে একদিকে যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে অপরদিকে আমরা শিক্ষার্থীরাও হুমকির মুখে রয়েছি।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, সময় টিভির সাথে আছেন যে সাংবাদিক তাকে নিয়ে শিক্ষার্থীরা আজ বিক্ষোভ ও সড়ক অবরোধের মত কর্মসূচি পালন করেছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে যে স্মারকলিপিটি দেয়া হয়েছে সে অভিযোগগুলি যাচাই করতে আমার একজন অতিরিক্ত জেলা প্রশাসককে নিয়োগ দিয়েছি। তিনি যাচাই করে শিক্ষার্থীদের আনিত অভিযোগের সত্যতা পেলে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here