- Advertisement -
- Advertisement -
ডানায় পেঁচানো দেহ
মুহম্মদ হেলাল উদ্দীন
আমার একতারার তার হবি শখি
তিল ফুলের মতোন দুলবি এ বাঁকে,
মরিচের ফুল-তারা লেপি তোর নাকে
আষাঢ়ের কালোরাগ তোর চোখে আঁকি,
হিজল লতার দুল নেনা তুই পাখি।
ফাগুনের রঙে প্রেম বুনে দেবো তোরে
নে আমায় এঁকে তোর নকশির ফোঁড়ে,
আমার একতারার তার হ-না শখি।
বুকের ছায়ায় বাঁধি একচালা ঘর
শখি তোর হাসি রঙে চাঁদের নহর
আমার পাটিতে হাসে এ যে এক পরী,
ডানায় পেঁচানো দেহ বেলগাম শ্বরি
ডানায় যমুনা ঢেউ জল ছলছলা,
জল যে হাতে পেঁচাই সুর-প্রেম কলা।
- Advertisement -