তাহমিনা বেগম এর কবিতা

তাহমিনা বেগম এর কবিতা

 

বুকের পাঁজর ভেঙে দিয়ে
ফিরিয়ে নিলে মুখ
কিছুই বলার নেই যদি নতুনে
পাও সুখ

বটবৃক্ষ ভেবে বাড়ানো হাতে যখনই রাখা হল হাত
হঠাৎ দেখি কোথায় হাত
ঘুমহীন জেগে থাকা রাত

ভুলেও ভাবিনি এতো ছলনায় কি করে!
বোবাকান্নারা চারদিক ঘিরে ধরে
বিউগলের মতো করুণ সুরে

ভালোলাগাগুলো ছিল শুধুই
অথই জলে ডুবসাঁতারের ছলে
ভিজিয়ে কামনার জলে

ধ্যাত ছাই!
কেন এসব ভাবায়
যে যাবার সে যাবে
নিজে থাকি নিজের ভেতরে
ব্যথা না হয় একটু বাজুক বুকের পাঁজরে!

জীবনটা তো এমনই
একপাশে সুখের পরশ, আরেক পাশে দুখ
এইতো হল জীবনের চিরায়ত রুপ।

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here