সন্ধ্যা নামলে জমে ওঠে মাদকের আড্ডা
——————————————————————————————————
নিজস্ব প্রতিবেদক:
প্রবেশমুখ দিয়ে প্রবেশ করতেই ময়লা পানি জমে আছে। ময়লা পানির উপরে দেয়া হয়েছে বালির বস্তা। বস্তা অতিক্রম করেই যেতে হয় পার্কের মূল জায়গায়। ভেতরে বাইরে ছড়িয়ে আছে ময়লা-আর্বজনা। কোনদিকেই নেই সীমানা প্রাচীর। পার্কের মাঝখানে উঁচু জায়গায় বর্ণিল ফুলের গাছ শোভা পেলেও, আবর্জনার দুর্গন্ধে ম্লান হয়ে গেছে ফুলের সুগন্ধ। তার মাঝেও ৮-১০ দর্শনার্থী সবুজ ঘাসে বসে আড্ডা দিচ্ছে।
জানা যায়, রাত হলে এখানে মাদকসেবী বেড়ে যায়। কিছু বলা যায় না। কিছু বললেই আমাদের ওপর তেড়ে আসে।
চারপাশে দুগর্ন্ধের মধ্যে এই পার্ককে বসে আড্ডা দিতে কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে আড্ডারত দুই যুবক বলেন, আশেপাশে আর কোনো জায়গা নেই। এ শহরে খোলা জায়গার খুব অভাব। ময়লা হলেও কিছুক্ষণ সময় কাটানো যায়। পার্কটি অনেকদিন ধরে এভাবে পড়ে আছে।
চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার এক বাসিন্দা বলেন, কোটি টাকা ব্যয়ে নির্মিত দুইটি সুইমিংপুল পড়ে আছে। সাঁতার কেটে শরীরচর্চা তো করা যায় না, বরং ভিতরে হাঁটার জন্যও যাওয়া যায় না। এখন পুরোটাই অকেজো হয়ে গেছে।
পার্ক উন্নয়নের বিষয়ে কথা হয় চট্টগ্রামের পাচঁলাইশ গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর সঙ্গে। তিনি বলেন, পার্ক উন্নয়নের জন্য আমাদের পক্ষ থেকে গণপূর্ত বিভাগে প্রস্তবনা পাঠানো হয়েছে। বায়েজিদ উদ্যান কিংবা জাম্বুরি পার্কের আদলেই পার্কটি উন্নয়ন করা হবে।
আলোকিত প্রতিদিন/ ২৩ আগস্ট,২০২১/ দ ম দ