সৈয়দ এনামুল হুদা: মানিকগঞ্জে করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন অসহায় ক্রিকেট খেলোয়াড় এবং দরিদ্র নিঃস্ব মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (৭ মে ২০) দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে অভাবগ্রস্ত খেলোয়াড় এবং ঘিওর উপজেলার সদর ইউনিয়ন, সিংজুরী ও বৈকন্ঠপুর এলাকার কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পক্ষথেকে। মানিকগঞ্জে ১ শত ৫০ জন অভাবগ্রস্ত ক্রিকেট খেলোয়াড়সহ ১ হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। খাদ্যদ্রব্য হিসেবে প্রতিটি পরিবার পেয়েছে চাল,ডাল,তেল,লবন,সাবানসহ দশ কেজি খাদ্যদ্রব্যের একটি করে প্যাকেট।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এবং বিসিবির পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয়। এছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস,জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. গোলাম মহীউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা,সাবেক জাতীয় ফুটবলার মোশারফ বাদলসহ অনেকেই। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবং বিসিবির পরিচালক দুর্জয় বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে এই দুর্যোগ মুহুর্তে অভাবগ্রস্থ এবং কর্মহীন অসহায়দের সহায়তার জন্য বিসিবির নিজস্ব উদ্যোগে ত্রাণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সর্বোপরি সকল বিত্তবান ব্যাক্তিদের অসহায়দের পাশে দাড়ানোর এবং সকলকে স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান।
উল্লেখ্য, বিসিবির পরিচালক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় সম্প্রতি মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ক্রিকেট খেলোয়ার বিল্টু মিয়ার পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
অন্যধারা/৭ মে ‘২০/জেডএন