- Advertisement -
মোঃ বেল্লাল হোসেন
শরণখোলায় সনাতন ধর্মাবলম্বিদের সারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে ২৩টি মন্দিরে সরকারি অনুদান প্রদান করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অনুদানের বরাদ্দ পত্র তুলে দেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকীর সভাপত্বিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত। বক্তব্য রাখেন, শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা,
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, হিন্দু,বৌদ্ধ-খৃষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস, শরনখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ। সভায় এমপি আমিরুল আলম মিলন উপজেলার ২৩ টি মন্দির কমিটির সভাপতিও সাধারণ সম্পাদকের হাতে পাঁচশত কেজি করে চালের বরাদ্দ পত্র এবং তার ব্যাক্তিগত তহবিল থেকে দুই হাজার করে নগদ অর্থ তুলে দেন।
দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -