
(ছবি: ইন্টারনেট)
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান (কিংখান)। পুরো বিশ্বজুড়েই রয়েছে তার অগণিত ভক্ত। অনেকেই তার একমাত্র প্রিয় তারকাকে অনুসরণ করে থাকেন। ভালো অভ্যাসের পাশাপাশি অনেকের খারাপ অভ্যাসটাও থাকে। এসব তারকাদের ধূমপান বিরোধী প্রচারণায় প্রায়ই দেখা যায়।
প্রিয় অভিনেতা শাহরুখ খানেরও একটা নেশা আছে। যে নেশার কথা আমরা সবাই কমবেশী জানি। শাহরুখের সেই নেশাটি হলো ধূমপান করা। শাহরুখ ধূমপান সম্পর্কে ভক্তদের সঙ্গে সর্বদা স্বচ্ছ ছিলেন।
গত ২০১১ সালের শাহরুখের স্বাস্থ্য ও ঘুমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ঘুম হয় না। দিনে প্রায় ৩০ কাপের বেশি ব্ল্যাক কফি এবং ১০০টিরও বেশি সিগারেট পান করি। এছাড়া পানিও তেমন পান করি না। আমার সিক্স প্যাক আছে।’
কিং খানের খাবারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দিল্লিতে আমার বাবার রেস্তোরাঁ আছে। পাঠানি খাবার ছিল এই রেস্তোরাঁর একমাত্র বিশেষত্ব। এছাড়াও মা খুব মজাদার হায়দরাবাদি খাবার রান্না করতেন। এজন্যই খাবারের প্রতি বেশি ঝোঁক ছিল। মা যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি নিজ হাতে খাবার খাইয়ে দিতেন।’
শাহরুল আরও বলেন, ‘আমার বাবা রেস্তোরাঁর মালিক ছিলেন। সেই সূত্রে আমিও রেস্তোরাঁর মালিক ছিলাম। নান ও বাটার চিকেনের কথা খুব মনে পড়ে। আমার বয়স যখন ২৬ বছর তখনও আমার মা আমাকে খাইয়ে দিতেন। তাই এখনো আমি হাত দিয়ে ভালো করে খেতে জানি না। এজন্যই আমি রেস্তোরাঁয় যাই না এবং রেস্তোরাঁ পছন্দও করি না। আমি লজ্জিত বোধ করি।’
এছাড়া আরও বলেন, ‘আমি তাদের রান্নার মতো সুস্বাদু খাবার আজও কোথাও খুঁজে পাইনি। তাই আমার বন্ধুবান্ধব এবং পরিবার যখন বাইরে যায় তখন তাদের ফোন করে বলি, তারা যেন আমার জন্য খাবার বাসায় নিয়ে আসে। আমি বাড়িতে বসেই খাই এবং খাওয়ার শেষে কফি পান করি।
প্রিয় রেস্তোরাঁ সম্পর্কে শাহরুখ জানান, ‘আমার প্রিয় রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডস কিংবা কেএফসি। আমার বাচ্চারা এটি পছন্দ করে বলেই আমিও পছন্দ করি। আমি বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খুবই কম যাই।’